ভারতীয়-মিডিয়ার মিথ্যা সংবাদগুলো তুলে ধরা উচিত বাংলাদেশের গণমাধ্যমগুলোর:পররাষ্ট্র উপদেষ্টা 39 0
ভারতীয়-মিডিয়ার মিথ্যা সংবাদগুলো তুলে ধরা উচিত বাংলাদেশের গণমাধ্যমগুলোর:পররাষ্ট্র উপদেষ্টা
: শনিবার৩০ নভেম্বর২০২৪ইং দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক : প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন বললেন,বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়ায় যেসব মিথ্যাচার হচ্ছে, দেশের গণমাধ্যমগুলোর সেগুলোকে শক্তভাবে তুলে ধরা উচিত।
বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছে, সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় বলে যোগ করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রভাব বিস্তার থাকবেই। এসব মোকাবিলার জন্য আমাদের ঘর গোছাতে হবে, যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে।
তিনি বলেন, আমরা কারও জন্য হুমকি না। কেউ আমাদের জন্য হুমকি হোক, সেটাও আমরা চাই নাই। কিন্তু, গত ৫ আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কের রূপ বদলে গেছে। এরপর সীমান্ত হত্যা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, সব দেশেই অপরাধী আছে, কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না। ভারতের উচিত,সীমান্তে অপরাধীকে ধরা এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে প্রচলিত আইনে বিচার করা।
জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়েছি। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই জাতীয় ঐক্যমত দরকার বলেও মন্তব্য করেন এ উপদেষ্টা।